নওগাঁ সদরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শহরের বাইপাস এলাকায় ছোট যমুনা নদী থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান মাহিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ছোট যমুনা নদীর বাইপাস এলাকায় একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে। এ সময় মরদেহের পরনে একটি কালো প্যান্ট ছিল। মরদেহটি বেশ কয়েক দিন আগের বলে মনে হচ্ছে, ফলে শরীরের বেশির ভাগ অংশে পচন ধরেছে।
ওসি জানান, ময়নাতদন্ত শেষে মরদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে। ৭২ ঘণ্টা অপেক্ষার পর যদি পরিচয় শনাক্ত না হয়, তখন স্থানীয় সরকারি কবরস্থানে দাফন করা হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা