আপডেট : ১০ জুলাই, ২০২৩ ১৭:৫৯
রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫
প্রতিবেদক, দৈনিক বাংল

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৬৫

ফাইল ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী অভিযানে ৬৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

গত রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এসব অভিযান চালায় ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয়। অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৬৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪ হাজার ৩৬৯পিস ইয়াবা, ৫৭ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৯৩ গ্রাম (২৫৯ পুরিয়া) হেরোইন ও ১০টি নেশাজাতীয় ইনজেকশন উদ্ধার করা হয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৮টি মামলা করা হয়েছে বলে জানান ডিসি ফারুক হোসেন।