আপডেট : ১১ জুলাই, ২০২৩ ১৪:৪৪
ফখরুলকে ক্ষমা চাওয়ার আহ্বান, ঢাবিতে কুশপুতুল দাহ
প্রতিনিধি, ঢাবি

ফখরুলকে ক্ষমা চাওয়ার আহ্বান, ঢাবিতে কুশপুতুল দাহ

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসীবিরোধী রাজু ভাস্কর্যের সামনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কুশপুতুল দাহ করেন নারী শিক্ষার্থীরা। ছবি: দৈনিক বাংলা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চিফ হিট অফিসারকে নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ‘আপত্তিকর’ মন্তব্যের প্রতিবাদে সমাবেশ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীরা। তারা ফখরুলকে ওই মন্তব্যের জন্য ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তার কুশপুতুলও দাহ করেন।

মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচিতে ঢাবির বাংলাদেশ কুয়েত মৈত্রী হল শাখা ছাত্রলীগের সভাপতি রাজিয়া সুলতানা বলেন, ‘বাংলাদেশে যেখানে প্রধানমন্ত্রী, স্পিকার, শিক্ষামন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী-সবাই নারী- সেখানে মির্জা ফখরুলের কাছ থেকে আমরা এ রকম কুরুচিপূর্ণ মন্তব্য শুনতে বা মানতে চাই না। মির্জা ফখরুলকে বলতে চাই, আপনি নিজে একজন বয়স্ক লোক হয়ে নিজের সন্তানের বয়সের একজন মেয়েকে কীভাবে বলতে পারেন, আপনি তাকে দেখে হিটেড হয়ে যান।’

‘এ রকম একজন লোক একটা দলের মহাসচিব কীভাবে হন, সেটাই আমাদের প্রশ্ন। কীভাবে কথা বলতে হয় সেটা আপনাকে শিখতে হবে। না পারলে নারী শিক্ষার্থীদের কাছ থেকে আপনি এসে শিখে যান, কীভাবে কথা বলতে হয়।’

ছাত্রলীগের এই নেত্রী বলেন, ‘আপনাকে অবশ্যই সংবাদ সম্মেলনে নারী সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। না হলে আগামী ভোটে আমরা দেখিয়ে দেব, আমাদের ক্ষমতা কতটুকু। আপনি যতদিন পর্যন্ত ক্ষমা না চাইবেন ততদিন আমরা আমাদের প্রতিবাদ চালিয়ে যাব।’

ঢাবির শামসুন নাহার হলের বীণা নামের এক শিক্ষার্থী বলেন, ‘বিরোধী দলে থাকতেই যেই দলের মহাসচিব নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন, তখন আমাদের বুঝতে আর বাকি থাকে না যে, তারা ক্ষমতায় এলে দেশে নারীদের অবস্থান কোথায় থাকবে? তাই এখনই সময় বিএনপিকে বয়কট করার। বয়কট বিএনপি।’

বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন, ‘ডিএনসিসির চিফ হিট অফিসার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তা নিছক তার একক বক্তব্য নয়। এটি তার দলের দৈন্যতা, দলের নেতা-কর্মীদের নিচু মানসিকতা ও নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গির প্রতিচ্ছবি। তিনি যেই কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন তার জন্য তিনি যেন নারী সমাজের কাছে ক্ষমাপ্রার্থনা করেন।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাল্গুনী বলেন, ‘বিএনপি মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি আসলে নারী জাতিকে সম্মান দিতেই শেখেননি। তার পূর্বসূরিরাও তা দিতে পারেননি, তিনিও দিতে পারছেন না এবং তার উত্তরসূরিরাও দিতে পারবেন না।’

গত ৮ জুলাই ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ডিএনসিসির চিফ হিট অফিসারের ব্যাপারে বলেন, ‘বিদেশ থেকে ছেলেমেয়ে নিয়ে এসে সিটি করপোরেশনে নিয়োগ দেয়, নাম দেয় হিট অফিসার। আমরা তো এখন হিটেড হয়ে গেলাম।’