নিহত আবুল কাশেম ওরফে বজলুর রহমান। ছবি: দৈনিক বাংলা
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাড়ির সামনের রাস্তা থেকে এক ইউপি সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আবুল কাশেম ওরফে বজলুর রহমান (৫৫)। আজ রোববার সকাল ১০ টার দিকে উপজেলার বুরুদিয়া ইউনিয়নের পুখিয়া এলাকার সড়ক থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
বুরুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা রুবেল বলেন, ‘আবুল কাশেমের বাড়ি থেকে প্রায় ৪০০ গজ দূরে মরদেহটি পাওয়া যায়। তার বাড়ি মিরদী গ্রামে। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।’
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান দৈনিক বাংলাকে বলেন, ‘মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।’