আপডেট : ২ অক্টোবর, ২০২২ ১৫:৩৮
ট্রলির ধাক্কায় প্রাণ গেল অধ্যক্ষের

ট্রলির ধাক্কায় প্রাণ গেল অধ্যক্ষের

লাশ। প্রতীকী ছবি

খুলনার রূপসায় ইটবোঝাই ট্রলির ধাক্কায় এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২ টার দিকে উপজেলার আলালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

৪০ বছর বয়সী নিহত রফিকুল ইসলাম স্থানীয় চাঁদপুর ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরদার মোশাররফ হোসেন জানান, রূপসার আলাইপুর সেতুর বাইপাস সড়ক দিয়ে যাওয়ার সময় ইটবোঝাই একটি ট্রলি রফিকুল ইসলামকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ওসি বলেন, অধ্যক্ষের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়া এলাকাবাসী ঘাতক ট্রলি ও চালক ইয়াদুল মল্লিককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।