আপডেট : ১২ জুলাই, ২০২৩ ১৭:১৫
ডিএসইতে সূচক বৃদ্ধি, লেনদেন বেশি খাদ্যে

ডিএসইতে সূচক বৃদ্ধি, লেনদেন বেশি খাদ্যে

ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ

সপ্তাহের চতুর্থ দিন বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। লেনদেন বেড়েছে আগের দিনের তুলনায় ৩২ দশমিক ৪৫ শতাংশ। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে।

বুধবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির দাম বেড়েছে। এইদিন ডিএসইতে মোট ৩৭০টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৯২টির। দাম কমেছে ৯১টির। আর দাম অপরিবার্তত আছে ১৮৭টির।

এদিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৮ দশমিক ৮০ পয়েন্ট। সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৩৩৬ দশমিক ৭৯ পয়েন্টে। আগের দিন সূচক ছিলো ৬ হাজার ৩২৭ দশমিক ৯৯ পয়েন্ট।

বুধবার দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৮৫৫ কোটি ৪ লাখ টাকা। এই লেনদেন আগের দিনের তুলনায় ৩২ দশমিক ৪৫ শতাংশ বেশি। আগের দিন লেনদেন হয়ে ছিলো ৬৪৫ কোটি ৬৯ লাখ টাকা।

সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খাদ্য খাতের শেয়ারে। খাদ্য খাতে লেনদেন হয় ১৩৬ কোটি ৬১ লাখ টাকা। এছাড়া জীবন বীমা খাতে লেনদেন হয়েছে ৯০ কোটি ৫৫ লাখ টাকা।এর পরে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বস্ত্র খাতে। এই খাতে লেনদেন হয় প্রায় ৬৯ কোটি ১৬ লাখ টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হওয়া ১০টি কোম্পানি হচ্ছে; ফু-ওয়াং ফুড, ডেল্টা লইফ ইন্স্যুরেন্স, লুব-রেফ, এডিএন টেলিকম, সী পার্ল বীচ, খান ব্রাদার্স পিপি, বিএসসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন ও সি অ্যান্ড এ টেক্সটাইল।

দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হচ্ছে; ওয়েস্টার্ন মেরিন সিপইয়ার্ড, রূপালী ব্যাংক, জনতা ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, অ্যাপেক্স ফুডস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, এডিএন টেলিকম, মিরাকল ইন্ডাস্ট্রিজ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

দাম কমার শীর্ষে থাকা ১০টি কোম্পানি হচ্ছে; অলিম্পিক অ্যাক্সেসোরিজ, ইয়াকিন পলিমার, ফু-ওয়াং সিরামিক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, আরামিট সিমেন্ট, জেনারেশন নেক্সট, প্রাইম লাইফ ইন্স্যুরেন্স, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, লুব-রেফ ও সোনালী লাইফ ইন্স্যুরেন্স।
সোমবার দেশের আরেক পুঁজিবাজার সিএসইতে লেনদেন বেড়েছে।

এই দিন দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৪ কোটি ৪১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ১২ কোটি ৩৬ লাখ টাকা।

সিএসইতে এই দিন লেনদেন হয়েছে মোট ২১০টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ৫৮টির কমেছে ৭০টির। আর অপরিবর্তিত ছিলো ৮২টির।

সিএসইতে এই দিন সূচক বেড়েছে। সিএসইতে এই দিন সূচক বেড়েছে ১৪ দশমিক ৪২ পয়েন্ট। সূচক বেড়ে হয়েছে ১৮ হাজার ৭১৮ দশমিক ২৪ পয়েন্ট। আগের দিন সূচক ছিলো ১৮ হাজার ৭০৩ দশমিক ৮২ পয়েন্ট।