আপডেট : ১২ জুলাই, ২০২৩ ১৯:৪৯
ওভারব্রিজের নিচে পড়ে ছিল নারীর মরদেহ
প্রতিবেদক, দৈনিক বাংলা

ওভারব্রিজের নিচে পড়ে ছিল নারীর মরদেহ

প্রতীকী ছবি

রাজধানীর নিউমার্কেটের সাইন্সল্যাব ফুট ওভারব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা (৩০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেল চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিউমার্কেট থানার উপ পরিদর্শক (এসআই) সুজিত কুমার সরকার জানান, খবর পেয়ে সাইন্সল্যাবের ফুট ওভারব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৫ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

সুজিত কুমার বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে ওই নারী ভবঘুরে প্রকৃতির ছিলেন। ওই ওভারব্রিজের নিচে তিনি ঘুমাতেন। ওই নারীর পরিচয় জানতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিনের সদস্যদের খবর দেয়া হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে নিহতের পরিচয় জানা যেতে পারে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।