আপডেট : ১৪ জুলাই, ২০২৩ ০৯:২৭
২০০০ প্রান্তিক কৃষকের ঘরে ‘এবি স্মার্ট কৃষি ঋণ’
দৈনিক বাংলা ডেস্ক

২০০০ প্রান্তিক কৃষকের ঘরে ‘এবি স্মার্ট কৃষি ঋণ’

বোরহানউদ্দিন, ভোলায় ২০০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের ‘এবি স্মার্ট কৃষি ঋণ’ বিতরণে এবি ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরীর অংশগ্রহণ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল এমপি।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বপন কুমার দাশ, নির্বাহী পরিচালক, বাংলাদেশ ব্যাংক, বরিশাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবি ব্যাংক লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।