দক্ষিণ কোরিয়ায় বন্যায় প্লাবিত একটি টানেল থেকে রোববার অন্তত আটটি মরদেহ মিলেছে। তুমুল বর্ষণ ও নদীর পানি উপচে টানেলটি প্লাবিত হয়ে পড়ে। অতিবৃষ্টিতে সৃষ্ট ভূমিধস ও বন্যায় দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে।
বিবিসি জানায়, আকস্মিক বন্যায় চেওংজু শহরের ওসোং শহরতলিতে থাকা টানেলটি পানিতে তলিয়ে যায়। এত দ্রুত টানেলটি জলমগ্ন হয়ে পড়ে যে, গাড়িচালক ও যাত্রীরা থেকে বের হওয়ার সুযোগ পাননি। ৬৮৬ মিটার দীর্ঘ টানেলে কতজন লোক এখনো আটকা পড়েছেন তা স্পষ্ট নয়। তবে ধারণা করা হচ্ছে, সেখানে একটি বাসসহ ১৫টি যানবাহন ডুবে গেছে। টানেলে আটকা পড়াদের উদ্ধারে প্রচেষ্টা চালানো হচ্ছে। রোববার আটজনের মরদেহ মিলেছে। এর আগে গত শনিবার টানেলটি থেকে আরেকজনের মরদেহ পাওয়া যায়।
গত শনিবার দক্ষিণ কোরিয়াজুড়ে প্রায় ৩০০ মিমি (১১.৮ ইঞ্চি) বৃষ্টিপাত হয়েছে বলে জানা গেছে। কোরিয়ান মেটিওরোলজিক্যাল অ্যাসোসিয়েশন অনুসারে, দেশটিতে সাধারণত বছরে ১০০০ মিমি (৩৯.৪ ইঞ্চি) থেকে ১৮০০ মিমি (৭০.৯ ইঞ্চি) বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের কারণে ভয়াবহ অবস্থা দক্ষিণ কোরিয়ার।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা