‘এক দফা’ দাবি আদায়ের পদযাত্রা কর্মসূচির রুট পরিবর্তন করেছে বিএনপি। রোববার বিকেলে রাজধানীর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের বিষয়টি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
এ সময় তিনি বলেন, (প্রধানমন্ত্রী) শেখ হাসিনার পদত্যাগসহ নির্দলীয়-নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে পদযাত্রা করবে ঢাকা মহানগর বিএনপি উত্তর। এ পদযাত্রা কর্মসূচি মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পদযাত্রাটি গাবতলী থেকে শুরু হয়ে রায়সাহেব বাজার মোড়ে (বাহাদুর শাহ পার্ক) শেষ হবে। একইদিন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা গাবতলী থেকে শুরু করে মগবাজারে গিয়ে ঢাকা মহানগর বিএনপি উত্তরের পদযাত্রায় যুক্ত হবে।
১৯ জুলাই সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি। পদযাত্রাটি আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে যাত্রাবাড়ী (চৌরাস্তা) গিয়ে শেষ হবে। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আরেকটি পদযাত্রা আব্দুল্লাহপুর থেকে শুরু হয়ে রামপুরা ব্রিজে গিয়ে ঢাকা মহানগর বিএনপি উত্তরের সঙ্গে যুক্ত হবে।
রুহুল কবির রিজভী জানান, আগামী মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার পাশাপাশি সারাদেশের সব জেলা ও মহানগরীতেও সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এর আগে গত ১২ জুলাই নয়াপল্টনে আয়োজিত সমাবেশ থেকে ওই পদযাত্রা কর্মসূচি ঘোষণা করে বিএনপি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা