আপডেট : ১৬ জুলাই, ২০২৩ ২১:৫০
ডেঙ্গুতে এ বছর ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল

ডেঙ্গুতে এ বছর ভর্তি রোগী ২০ হাজার ছাড়াল

হাসপাতালগুলোতে এখন এমনই ডেঙ্গু রোগীর ভিড়। ছবি: দৈনিক বাংলা

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত একদিনে আরও প্রায় দেড় হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের নিয়ে চলতি বছর জ্বরটিতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২০ হাজার ছাড়িয়ে গেল।

স্বাস্থ্য অধিদপ্তর রোববার জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় (১৫ জুলাই সকাল ৮টা থেকে ১৬ জুলাই সকাল ৮টা) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৪২৪ জন। এ নিয়ে চলতি বছর ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৮৭৮ জনে। উল্লিখিত সময়ে জ্বরটিতে মৃত্যু হয়েছে আরও ছয় জনের। তাদের নিয়ে চলতি বছরে জ্বরটিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১০৬ জনে।

অধিদপ্তর বলছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া এক হাজার ৪২৪ জনের মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪১ জন। আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ৬৮৩ জন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন চার হাজার ৯৫৫ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় তিন হাজার ১৫৪ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে রয়েছেন এক হাজার ৮০১ জন।

এ বছর ডেঙ্গুর প্রকোপ দ্রুত বাড়ছে। জুন মাসে পাঁচ হাজার ৯৫৬ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন, মৃত্যু হয়েছিল ৩৪ জনের। জুলাইয়ের প্রথম ১২ দিনেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে। জুলাইয়ের প্রথম ১৬ দিনে ১২ হাজার ৯০০ জন রোগী হাসপাতালে ভর্তির পাশাপাশি মৃত্যু হয়েছে ৫৯ জনের।

অধিদপ্তরের হিসাবে, এ বছরের জানুয়ারিতে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে ১০৩৬ জন এবং জুন মাসে ৫ হাজার ৯৫৬ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর মৃত্যু হয়েছে জানুয়ারিতে ছয়জন, ফেব্রুয়ারিতে তিনজন, এপ্রিলে দুজন, মে মাসে দুজন এবং জুন মাসে ৩৪ জনের।