আপডেট : ২২ জুলাই, ২০২৩ ১২:২০
ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, নিহত বেড়ে ১৫
প্রতিনিধি, ঝালকাঠি

ঝালকাঠিতে বাস উল্টে পুকুরে, নিহত বেড়ে ১৫

ছবি: দৈনিক বাংলা

ঝালকাঠিতে যাত্রীবাহী বাস উল্টে পুকুরে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার ছত্রকান্দা এলাকায় বরিশাল-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ২৩ জন। হতাহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জানা যায়, বাসটি ভান্ডারিয়া থেকে ঝালকাঠি আসছিল। পথে চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে পাশের একটি পুকুরে পড়ে যায়।

ঘটনাস্থলে উদ্ধার কাজে অংশ নিয়েছেন পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘গাড়ির ভেতর হতাহত অনেক যাত্রী রয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

রাজাপুর সার্কেলে দায়িত্বরত সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. মাসুদ রানা বলেন, ‘নিহতের সংখ্যা দুইজন বেড়ে ১৫ জন হয়েছে।’

এর আগে জেলার সিভিল সার্জন ডা. এইচ এম জহিরুল ইসলাম বলেন, ‘বাস উল্টে পুকুরে পড়ে ১৩ যাত্রী নিহত হয়েছেন। মরদেহগুলো সদর হাসপাতালে রাখা হয়েছে।’