আপডেট : ২৪ জুলাই, ২০২৩ ১৬:৪৯
‘নীল পাখি’ বিদায় করে ‘এক্স’ আনলেন মাস্ক
দৈনিক বাংলা ডেস্ক

‘নীল পাখি’ বিদায় করে ‘এক্স’ আনলেন মাস্ক

বাঁয়ে টুইটারের পুরোনো লোগো, ডানে নতুন লোগো

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের লোগো পরিবর্তন করা হয়েছে। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইলন মাস্ক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লিন্ডা ইয়াকারিনো সোমবার নতুন লোগো উন্মোচন করেছেন। এই লোগোতে ‘নীল রঙের পাখি’র বদলে কালো পটভূমিতে সাদা রঙে ইংরেজি অক্ষর ‘এক্স’ ফুটিয়ে তোলা হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, লোগো উন্মোচন করে ইয়াকারিনো এক টুইটে বলেছেন, ‘চলে এসেছে এক্স, চলুন এগিয়ে যাই!’

আরেক টুইটে সান ফ্রানসিসকোতে টুইটারের কার্যালয়ের ওপর প্রক্ষেপণ করা নতুন লোগোর ছবি দিয়েছেন টুইটারের সিইও।

কেবল লোগোই নয়, টুইটারের পোস্টকে ‘টুইট’ বলার যে চল সেটাও বদলে যাবে বলে জানিয়েছেন টুইটারের স্বত্বাধিকারী এলন মাস্ক। তিনি বলেছেন, পোস্টগুলোকে বলা হবে ‘এক্স’।

এই ধনকুবের ইতোমধ্যে টুইটারের নতুন লোগো দিয়ে তার প্রোফাইল বদল করেছেন। একইসঙ্গে তার বায়োতে লিখেছেন, ‘এক্স.কম’।

গত রোববারই মাস্ক টুইটারের লোগো বদলের ইঙ্গিত দেন। তিনি ‘সব পাখিদের’ বিদায় করতে চান বলে এক পোস্টে উল্লেখ করেন।

গত বছরের অক্টোবরে ইলন মাস্ক টুইটারের মালিকানা নেয়ার পর থেকে প্রতিষ্ঠানটি ‘পরিবর্তনের হাওয়ায়’ দুলছে। ওই সময় মাস্ক মূল প্রতিষ্ঠানের নাম বদলে ‘এক্স কর্প’ রাখেন। এবার বদলে ফেললেন লোগোও।