আপডেট : ২৫ জুলাই, ২০২৩ ০৮:৩৩
বায়োজিনের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি
দৈনিক বাংলা ডেস্ক

বায়োজিনের সঙ্গে ইস্টার্ন ব্যাংকের চুক্তি

বায়োজিন কসমেটিক্যালসের বিভিন্ন প্রোডাক্ট ক্রয় এবং চিকিৎসাপ্রাপ্তির ক্ষেত্রে ইবিএল গ্রাহকরা ২০ শতাংশ মূল্যছাড় পাবেন। সম্প্রতি ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত একটি চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএলের ডিএমডি এম খোরশেদ আনোয়ার এবং বায়োজিন কসমেটিক্যালসের প্রধান নির্বাহী মোহাম্মদ জাহিদুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইবিএল হেড অব লায়াবিলিটি অ্যান্ড ওয়েলথ ম্যানেজমেন্ট শারমিন আতিক, হেড অব প্রায়োরিটি অ্যান্ড উইমেন ব্যাংকিং তানজেরী হক প্রমুখ।