আপডেট : ২৫ জুলাই, ২০২৩ ১০:২৭
আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১০ সেনাসহ নিহত ৩৪
দৈনিক বাংলা ডেস্ক

আলজেরিয়ায় ভয়াবহ দাবানলে ১০ সেনাসহ নিহত ৩৪

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ে কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন বহু মানুষ। এছাড়া হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে প্রায় ৮ হাজার দমকলকর্মী আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির বেজাইয়াতে আগুন নিয়ন্ত্রণে গিয়ে ১০ জন সেনা নিহত হয়েছেন। ১৬টি প্রদেশে ৯৭টি দাবানলের প্রাদুর্ভাব রেকর্ড করা হয়েছে।

বিবিসি জানায়, সবচেয়ে ভয়াবহ দাবানল দেখা দিয়েছে দেশটির কাবিলি অঞ্চলে। আলজিয়ার্সের পূর্বে অবস্থিত এই পার্বত্য অঞ্চল থেকে আগুন উপকূলীয় শহর বেজাইয়া ও জিজেলের আবাসিক এলাকায় ছড়িয়ে পড়ে। প্রবল বাতাসের কারণে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। আগুনের কারণ অনুসন্ধানে বিচার বিভাগীয় তদন্ত শুরু করা হয়েছে।