আপডেট : ২৫ জুলাই, ২০২৩ ১২:৫২
নিজ শয়ন কক্ষে ট্র্যাংকে ১৯২ বোতল ফেনসিডিল, যুবক গ্রেপ্তার
প্রতিনিধি, নওগাঁ

নিজ শয়ন কক্ষে ট্র্যাংকে ১৯২ বোতল ফেনসিডিল, যুবক গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাট থেকে হৃদয় হোসেন (২৪) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় গ্রেপ্তার ওই যুবকের নিজ শয়ন কক্ষের তালাবদ্ধ ট্রাংকের ভেতর থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে র‌্যাব-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার ধুরইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হৃদয় হোসেন ওই গ্ৰামের মেসবাউল সরকার খাঁনের ছেলে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি আভিযানিক দল জানতে পারে গ্রেপ্তার হৃদয় হোসেন নিজ বাড়িতে মাদকের একটি বড় চালান এনে মজুত করেছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তারসহ ট্রাংকের ভেতর থেকে ১৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হৃদয় হোসেন দীর্ঘদিন ধরে সুকৌশলে মাদকদ্রব্য ফেনসিডিল জেলার সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে তা নওগাঁ, বগুড়া ও ঢাকাসহ পার্শ্ববর্তী জেলার মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে বিক্রয় করে আসছিলেন বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।