ফরিদপুরে প্রান্ত মিত্র (২৩) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে জেলা শহরের আলীপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে ওই ছাত্রের মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবার বলছে, বন্ধুর বোনকে রক্ত দিতে রাতে বাসা থেকে বের হয়েছিলেন প্রান্ত মিত্র। ধারণা করা হচ্ছে, তাকে ধারালো চাকু নিয়ে কুপিয়ে খুন করা হয়েছে।
প্রান্ত সরকারি রাজেন্দ্র কলেজের অনার্স (উদ্ভিদবিদ্যা) তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শহরের ওয়ারলেস পাড়ায় বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তার গ্রামের বাড়ি রাজবাড়ীর পাচুরিয়ায়। তার বাবার নাম বিকাশ মিত্র।
নিহতের পরিবার জানায়, সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে বন্ধু হৃদয় তাকে ফোন দিয়ে বলে, তার বোনের সিজার অপারেশন করতে হবে, রক্ত লাগবে। এ কথা শুনে প্রান্ত সঙ্গে সঙ্গেই বাসা থেকে বের হয়। পরে ভোর হয়ে গেলেও বাসায় ফেরেনি। মোবাইলে কল করা হলেও বন্ধ পাওয়া যান তার ফোন। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর শুনে আলীপুর ব্রিজের কাছে তার মরদেহ দেখতে পায় পরিবার।
কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম হাসান জানান, ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আলীপুর ব্রিজসংলগ্ন এলাকা থেকে কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ থানায় রাখা হয়েছে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, নিহত প্রান্তের শরীরে চাকুর আঘাতের চিহ্ন রয়েছে। এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে পুলিশ এ বিষয়টি উদ্ঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে কাজ করছে।
তিনি বলেন, মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর নিহতের শরীরের আঘাতের বিষয়টি আরও ক্লিয়ার হবে এবং মৃত্যুর বিষয়টিও জানা যাবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা