রাজধানীর যাত্রাবাড়ী রায়েরবাগে যাত্রীবাহী বাসের ধাক্কায় জসিম (৪৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাথী আক্তার (৩৩) নামে আহত হয়েছেন একজন। জসিম ও সাথী খালাতো ভাইবোন।
জসিমের খালাতো ভাই মোহাম্মদ শাহীন জানান, মঙ্গলবার সকালের দিকে মোটরসাইকেলে সাথীকে নিয়ে বের হন। দুর্ঘটনাস্থলে এলে লাভলী পরিবহন নামে একটি যাত্রীবাহী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছিটকে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান জসিম। আর গুরুতর আহতাবস্থায় সাথীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, যাত্রাবাড়ী সড়ক দুর্ঘটনায় আহত সাথীকে চিকিৎসা দেয়া হচ্ছে। মরদেহ ঘটনাস্থলে আছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা অবগত আছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা