কর্মসংস্থান ব্যাংকের পিরোজপুর মঠবাড়িয়া শাখা গত সোমবার উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. রুস্তম আলী ফরাজী।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সায়েদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক শিরীন আখতার। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম। এ সময়ে ব্যাংকের পরিচালন মহাবিভাগের মহাব্যবস্থাপক গৌতম সাহা-সহ অন্য নির্বাহীরা উপস্থিত ছিলেন।