আপডেট : ২৮ জুলাই, ২০২৩ ১১:০০
ফুল পরীদের ভোজ সভায়
তৌফিক আহমেদ

ফুল পরীদের ভোজ সভায়

খাচ্ছো না যে লক্ষ্মী সোনা

পাচ্ছো না কি স্বাদ?

যাচ্ছো কোথায় হেলে দুলে?

ডাকছে তোমায় চাঁদ।

চাঁদের বুড়ি বলছে শোন—

যারা ভালো ছেলে

তাদের আমি গান শোনাব

পেটটি ভরে খেলে।

শোনে যারা মায়ের কথা

বাবার কথাও মানে

তাদের আমি আদর করে

নিয়ে যাবো বনে।

বনে আছে বাঘ ভাল্লুক

হাতি ঘোড়া শেয়াল

বনের ভেতর ঘুরতে গিয়ে

একটু রেখো খেয়াল

দেখবে কত গাছগাছালী

পাখপাখালী ফুল

হলদে পাখির নাচ দেখতে

করবে না কেউ ভুল।

ময়না, টিয়ে, কুটুম পাখি

হুতুম পেঁচার ছা

দোয়েল কোয়েল চড়ুই বাবুই

সারস পাখির মা,

তারাও তোমায় গান শোনাবে

মন ভরাবে দেখো

তাই তো সোনা মায়ের কথা

সদা মনে রেখো।

বন পেরিয়ে নদীর কাছে

নিয়ে যাবো সেথায়

চিত্রা নদীর সুনীল জলে

জল পরীরা যেথায়

তোমায় তারা উড়িয়ে নিয়ে

ময়ূরপঙ্খি নায়

দুলে দুলে বাতাস দেবে

পরীদের পাখনায়।

গোলাপ বকুল হাসনাহেনা

জুঁই চামেলি জবা

গন্ধভরা হাজার ফুলের

বসবে ভোজের সভা

সেই সভাতে তুমিই হবে

মস্ত সভাপতি

মিটি মিটি জ্বলবে সেথা

হাজার তারার জ্যোতি

সেই সভাতে আসবে আরও

লক্ষ বাদক দল

সেই খুশিতে মনটা তোমার

করবে যে ঝলমল

পরীর রানি বলবে তোমায়

একি! তুমি একা?

বলবে তুমি নই গো একা

আছে আমার মা।

এমন সময় খাবার হাতে

আসবে তোমার মা

বলবে তোমায় ওরে যাদু

একটু খেয়ে যা

বলবে তুমি দাও না গো মা

আছে যত খাবার

এক নিমিষেই সবাই মিলে

করবো খাবার সাবাড়।