নির্মাতা ভি কি জাহেদ বরাবরই তার নির্মাণ দিয়ে দর্শক মুগ্ধ করছেন। রহস্য আর ভয়ংকর ঘটনার বিস্ময়কর মেলবন্ধনের গল্প সুনিপুণভাবে তুলে ধরেন এই নির্মাতা। গত ঈদে তার ‘পুনর্জন্ম’ নাটকের আলোচনা সামাজিক যোগাযোগমাধ্যমে এখনো লক্ষ করা যায়। তা ছাড়া ‘দ্য সাইলেন্স’,‘রেডরাম’সহ বেশ কিছু সিরিজ পেয়েছে জনপ্রিয়তা। গতকাল এসেছে তার নির্মিত নতুন ওয়েব সিরিজ ‘আমি কী তুমি’। যেখানে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী, শ্যামল মাওলা, তারিক আনাম খান, ওয়াহিদা মল্লিক জলি, ফজলুর রহমান বাবু, সাদিয়া ইসলাম মৌ, ইন্তেখাব দিনার, জুনায়েদ, আবদুল্লাহ আল সেন্টু প্রমুখ।
তবে এবারও মুগ্ধতা ছড়াচ্ছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন। মেহজাবীনের রহস্যময় উপস্থিতি আর লুকে মজেছেন নেটিজেনরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই সিরিজ নিয়ে, বিশেষ করে মেহজাবীনকে নিয়ে লিখছেন অনেকেই।
আট পর্বের এই ওয়েব সিরিজটিতে সায়েন্স ফিকশনের সঙ্গে শিহরণ জাগানো টান টান উত্তেজনা আর টুইস্ট পাচ্ছেন দর্শক। বিশেষ করে এতে অভিনয় করা মেহজাবীন চৌধুরীর দুর্দান্ত অভিনয় দেখে চোখ সরাতে পারছেন না দর্শক- এমনটিই বলছেন নেটিজেনরা। কেউ কেউ মুক্তির এক দিনের মাথায় সিরিজটির সিকুয়্যাল আসার অপেক্ষা করছেন।
কয়েক বছর ধরেই নাটকে অনিয়মিত এই অভিনেত্রী। তা নিয়ে ও ছিল ভক্তদের মধ্যে এক ধরনের ক্ষোভ। তবে সিরিজটি দেখার পর রিয়া মনি নামে এক দর্শক লিখেছেন, ‘একজন অভিনেত্রীর এমনটাই হওয়া উচিত। মেহজাবীন এখন বাংলা নাটকে অনিয়মিত হওয়ায় আমিও খুব বেশি নাটক দেখি না। তবে মেহজাবীন চৌধুরী প্রমাণ করে দিলেন দর্শকের মন জয় করতে কাজের মতো একটা কাজই যথেষ্ট! দুর্দান্ত পারফরম্যান্স! চরিত্রের যেন কোনো শেষ নেই।’ ‘আমি কি তুমি’ দেখার শেষে বলতেই হয় সিরিজটি মেহজাবীনময়।
মেহজাবীনকে নিয়ে এমন অসংখ্য মন্তব্যে দেখা যাচ্ছে সিরিজটির রিভিউ বা কমেন্ট বক্সে।
গল্প, নির্মাণশৈলী আর দুর্দান্ত সব পারফরম্যান্সের সমন্বয়ে অসাধারণ হয়ে উঠেছে ‘আমি কি তুমি’। গল্পে দেখা যায়, একটি মেয়ে নায়িকা হওয়ার স্বপ্নে বিভোর থাকে। যাকে কোনোভাবেই তার পুলিশ বাবা অভিনয় করতে দেবে না। কিন্তু প্রেমিক সহকারী পরিচালকের মাধ্যমে মেয়েটি বিভিন্ন প্রযোজক ও পরিচালকের কাছে যায়। শুরু হয় মেয়েটির নতুন যাত্রা, সেখানে উঠে আসে সায়েন্স ফিকশন! যেখানে একটি প্রেক্ষাপটে উঠে আসে শহরে ক্রিস্টাল বল বৃষ্টি! যা দর্শকদের মনে অনেকটা বিস্ময় জাগিয়েছে। নেটিজেনরা বলছেন, সত্যিই দেশের এমন গল্পে এর আগে সিরিজ নির্মিত হয়নি, যা আইস্ক্রিনের মাধ্যমে দেখা গেল।
সিরিজটির রাহাত চরিত্রে জুনায়েদ বোগদাদি ও বিশেষ এক চরিত্রে শ্যামল মাওলাও তাদের অভিনয় দিয়ে আগের কাজকে ছাড়িয়ে গেছেন বলে জানাচ্ছেন দর্শক।
দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে দেখা যাচ্ছে ওয়েব সিরিজটি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা