আপডেট : ২৯ জুলাই, ২০২৩ ১৮:০৮
রোববার সারা দেশে বিক্ষোভ করবে আ.লীগ

রোববার সারা দেশে বিক্ষোভ করবে আ.লীগ

আগামীকাল রোববার (৩০ জুলাই) সারাদেশে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ঢাকার প্রতিটি থানাসহ সব মহানগর, জেলা ও উপজেলায় এই বিক্ষোভ হবে।

শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সঙ্গে অঙ্গ-সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয় করে কর্মসূচিতে অংশ নিতে বলা হয়েছে।

এর আগে বিকেলে দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের জরুরি সভা হয়। দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সভাপতিত্বে সভায় আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

‘সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার’ এক দফা দাবিতে শনিবার বেলা ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ঢাকার প্রধান প্রবেশপথগুলোতে অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। তাদের এই অবস্থান ঠেকাতে রাজপথে ছিল আওয়ামী লীগও।

কর্মসূচি চলাকালে পুরান ঢাকার ধোলাইখাল, মাতুয়াইল, উত্তরার আব্দুল্লাহপুরসহ বিভিন্ন স্থানে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।

‘বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে’ রোববারের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে আওয়ামী লীগ থেকে জানানো হয়েছে।