আপডেট : ৩০ জুলাই, ২০২৩ ১০:৪৯
টেইলর সুইফট ভক্তদের নাচে সিয়াটলে ২.৩ মাত্রার ভূমিকম্প!
দৈনিক বাংলা ডেস্ক

টেইলর সুইফট ভক্তদের নাচে সিয়াটলে ২.৩ মাত্রার ভূমিকম্প!

দুই দিনব্যাপী কনসার্টে প্রায় ১ লাখ ৪৪ হাজার ভক্তের উপস্থিতি ছিল। এই কনসার্টের কারণেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিয়াটল।

মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটলে টেইলর সুইফটের কনসার্টের কারণে ২ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। গত ২২ ও ২৩ জুলাই সিয়াটলের লুমেন ফিল্ড স্টেডিয়ামে ওই কনসার্ট অনুষ্ঠিত হয়। সুরের মূর্ছনায় লাখো ভক্তের হৃদয় মাতান লাস্যময়ী এ পপ তারকা।

দুই দিনব্যাপী কনসার্টে প্রায় ১ লাখ ৪৪ হাজার ভক্তের উপস্থিতি ছিল। এই কনসার্টের কারণেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল সিয়াটল।

বিবিসি ও সিএনএনের প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য জানা গেছে।

ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির ভূতত্ত্বের অধ্যাপক জ্যাকি ক্যাপলান-অরবাখ বলেন, ‘রিখটার স্কেলে ওই ভূমিকম্পের মাত্রা ছিল ২ দশমিক ৩। সুইফটের বিপুল সংখ্যক ভক্তের নাচানাচি অথবা সাউন্ড সিস্টেমের কারণেই ভূমিকম্প সৃষ্টি হয়।’

যদিও সিয়াটলে এমন ভূমিকম্পের ঘটনা এটাই প্রথম নয়। ২০১১ সালে আমেরিকান ফুটবল তারকা মার্শন লিঞ্চ সিয়াটেল সিহকসের হয়ে প্রথমবার মাঠে নেমেছিলেন। নিউ অরলিন্স সেন্টসের বিরুদ্ধে সেই খেলায় যে উদ্দীপনা দেখিয়েছিলেন তার হাজার হাজার ভক্ত, সেটাই ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছিল। তবে সুইফটের কনসার্টে তৈরি ভূমিকম্প সিয়াটলে ২০১১ সালের ‘বিস্ট কোয়াক’ ওই ভূমিকম্পের রেকর্ড ভেঙে দিয়েছে।

ভূকম্পনবিদ ক্যাপলান-অরবাখ বলেন, ‘ওই খেলা এবং সুইফটের সাম্প্রতিক কনসার্টে সৃষ্ট ভূমিকম্পের মাত্রায় পার্থক্য ছিল মাত্র ০ দশমিক ৩। কিন্তু কম্পনগুলো ছিল দ্বিগুণ শক্তিশালী।’