চট্টগ্রামের সীতাকুণ্ডে মহাসড়কের পাশ থেকে হাত বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ১২টার দিকে সীতাকুণ্ডের বার-আউলিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেন থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বছর। তার পরিচয় পাওয়া যায়নি।
বার-আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আমির হোসেন বলেন, ‘হাত বাঁধা অবস্থায় মরদেহটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। তার মাথায় ভোতা কিছুর আঘাত আছে, নাকেও হালকা রক্তের ছোপ আছে। আর কোনো আঘাত নেই। মরদেহটি সীতাকুণ্ড থানাকে দেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা