আপডেট : ৩০ জুলাই, ২০২৩ ১৫:১২
বিএনপির আয়-ব্যয় দুটোই বেড়েছে

বিএনপির আয়-ব্যয় দুটোই বেড়েছে

এক যুগেরও বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা দল বিএনপির গত বছরের তুলনায় আয় বেড়েছে ৫ কোটি ৭ লাখ ৯২ হাজার ৭৮৮ টাকা। পাশাপশি গত বছরের তুলনায় দলটির ১ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ৬৩২ টাকা বেশি ব্যয় হয়েছে। দলটির ২০২১ সাল ও ২০২২ সালের আয়-ব্যয়ের হিসাব বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।

রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উপস্থিত হয়ে ২০২২ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত বিএনপির আয়-ব্যয়ের হিসাব জমা দেন।

নির্বাচন কমিশনে রাজনৈতিক দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেয়া রুটিন ওয়ার্ক জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ২০২২ সালে বিএনপির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। মোট ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। উদ্বৃত্ত ২ কোটি ৩ লাখ ৭০ হাজার ৮২৯ টাকা। জাতীয় নির্বাহী ও স্থায়ী কমিটির চাঁদা, বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে অনুদান এবং ব্যাংকের এফডিআরের অর্জিত ইন্টারেস্ট আমাদের আয়ের উৎস।’

২০২১ সালে দলটির আয় হয়েছে মাত্র ৮৪ লাখ ১২ হাজার ৪৪ টাকা। ২০২২ সালে দলটির আয় হয়েছে ৫ কোটি ৯২ লাখ ৪ হাজার ৬৩২ টাকা। সে হিসাবে ১ বছরে দলটির আয়-ব্যয় বেড়েছে ৫ কোটি ৭ লাখ ৯২ হাজার ৭৮৮ টাকা। পাশাপাশি ২০২১ সালে দলটির ব্যয় ছিল ১ কোটি ৯৮ লাখ ৪৭ হাজার ১৭১ টাকা। ২০২২ সালে দলটির ব্যয় হয়েছে ৩ কোটি ৮৮ লাখ ৩৩ হাজার ৮০৩ টাকা। হিসাব অনুযায়ী গত ১ বছরে দলটির ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১ কোটি ৮৯ লাখ ৮৬ হাজার ৬৩২ টাকা।

আয়-ব্যয়ের বার্ষিক প্রতিবেদন জমা দেয়া ছাড়া আর কোনো আলোচনা হয়নি উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, ‘জ্বালাও পোড়াও কে করে অতীতেও আপনারা জেনেছেন। গতকাল যে ঘটনা ঘটেছে, স্বয়ং বাসচালক বলছেন, ১০ গজ দূরেই ছিল পুলিশের অবস্থান। তারপরও কয়েকজন যুবক এসে বলছে যে, ‘বাস থেকে তুমি নেমে যাও, না হলে তোমাকেসহ পুড়িয়ে দেয়া হবে’। কয়েকজন যুবক এই কথাটা তখনই বলতে পারে, যদি সামনে পুলিশ থাকে...বিরোধী দলের কোনো নেতা-কর্মী ওই খানে সাহস পাওয়ার তো কোনো কারণ নেই! পুলিশের নির্বিচারে গুলিবর্ষণ, গ্রেপ্তার করছে, বেধড়ক লাঠিপেটা করছে, তারা দৌড়াদৌড়ি করছে, ওর মধ্যে ঠাণ্ডা মাথায় মোটরসাইকেলে এসে পোড়াবে এটা একেবারে মূর্খ ছাড়া কেউ বিশ্বাস করবে না এবং পাগলও এটা বিশ্বাস করবে না।’

এদিকে ২০২০ সালের হিসাবে বিএনপির আয় দেখানো হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৪ হাজার ২৫৯ টাকা। ব্যয় দেখানো হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫০০ টাকা। এ ক্ষেত্রেও আয়ের চেয়ে ৫১ লাখ ৯৯ হাজার ৩৬৪ টাকা বেশি ব্যয় হয়েছে।