বেলারুশে আস্তানা গেড়ে বসা রুশ ভাড়াটে সেনাবাহিনী ওয়াগনার নিয়ে প্রতিবেশী পোল্যান্ডের উদ্বেগ ক্রমেই বাড়ছে। পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি সতর্ক করে বলেছেন, ওয়াগনারের যোদ্ধারা অভিবাসীর ছদ্মবেশে পোল্যান্ডে ঢুকে পড়তে পারে।
আল-জাজিরা জানায়, দক্ষিণ পোল্যান্ডে গত শনিবার একটি অস্ত্র কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন মাতেউস। এ সময় পোলিশ প্রধানমন্ত্রী জানান, তার সরকার তথ্য পেয়েছে যে ওয়াগনারের শতাধিক সেনা পোল্যান্ড সীমান্তবর্তী পশ্চিম বেলারুশের গ্রডনো শহরের কাছাকাছি রয়েছে, যেটি সুওয়ালকি করিডর নামেও পরিচিত। এতে সীমান্তের পরিস্থিতি ঝুঁকিপূর্ণ হয়ে যাবে।
মাতেউস বলেন, ‘ওয়াগনার সেনারা সম্ভবত বেলারুশের সীমান্তরক্ষীদের ছদ্মবেশে থাকবে এবং অবৈধ অভিবাসীদের পোলিশ ভূখণ্ডে প্রবেশ করাতে এবং পোল্যান্ডে অস্থিরতা সৃষ্টির প্রয়াস চালাবে। এমনকি ওয়াগনার যোদ্ধারা নিজেরাও খুব সম্ভবত অবৈধ অভিবাসনপ্রত্যাশী সেজে পোল্যান্ডে ঢোকার চেষ্টা করবে। এটি আরেকটি হুমকি।’ ওয়াগনার সেনাদের পোলিশ সীমান্তের কাছে পৌঁছানোর খবর কোথা থেকে পেয়েছেন, সে সূত্রের ব্যাপারে কিছু জানাননি প্রধানমন্ত্রী।
পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ড। ন্যাটোর পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নের সদ্যস্যও পোল্যান্ড। ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়া ও বেলারুশের সঙ্গে বৈরী সম্পর্ক বিরাজ করছে পোল্যান্ডের। গত জুনে রাশিয়ায় ওয়াগনার বাহিনীর ব্যর্থ বিদ্রোহের পর এর অনেক যোদ্ধা বেলারুশে আশ্রয় পেয়েছে। রাশিয়ার অন্যতম মিত্র দেশ বেলারুশে ওয়াগনার যোদ্ধারা ঘাঁটি গেড়ে বসায় সীমান্তে নিরাপত্তা জোরদার করে পোল্যান্ড। বেলারুশ সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে তারা।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা