আপডেট : ৩০ জুলাই, ২০২৩ ১৯:৪২
ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স পেতে আবেদনের সময় বাড়ল

ডিজিটাল ব্যাংকিংয়ের লাইসেন্স পেতে আবেদনের সময় বাড়ল

ডিজিটাল ব্যাংকিং লাইসেন্স পাওয়ার আবেদনের সময় বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। সব আবেদনকারীর পূর্ণাঙ্গ ও মানসম্মত প্রস্তাবনা তৈরি এবং বিভিন্ন দলিলাদি সংগ্রহের বিষয়টি বিবেচনা করে আবেদনপত্র দাখিলের সময়সীমা ১৭ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন অ্যান্ড পাবলিকেশন্স এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে।

প্রচলিত ব্যাংক শুরু করার জন্য ন্যূনতম মূলধন প্রয়োজন হয় ৫০০ কোটি টাকা। তবে ডিজিটাল ব্যাংকিং শুরু করার জন্য ন্যূনতম মূলধন দরকার হবে ১২৫ কোটি টাকা। অবশ্য শেয়ার হোল্ডারদের কমপক্ষে ৫০ লাখ টাকা শেয়ার থাকতে হবে।