আপডেট : ৩০ জুলাই, ২০২৩ ২০:৫৩
পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত ৪০
দৈনিক বাংলা ডেস্ক

পাকিস্তানে সমাবেশে বিস্ফোরণ, নিহত ৪০

হতাহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হচ্ছে। ছবি: সংগৃহীত

পাকিস্তানে একটি ইসলামী দলের সমাবেশে বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২০০ জন।

রোববার খাইবার পাখতুনখোয়া (কেপি) প্রদেশের বাজাউর জেলার খার তহসিল এলাকায় জামিয়াত ওলেমা ইসলাম-ফজল (জেইউআই-এফ) সম্মেলনে এ বিস্ফোরণ ঘটে।

সমাবেশে বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। অবশ্য পাকিস্তানে তালেবানদের পাশাপাশি বিভিন্ন জঙ্গি গোষ্ঠী সক্রিয়।

বিবিসি জানায়, স্থানীয় গণমাধ্যমে সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, বিস্ফোরণে হতাহতদের অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হচ্ছে। কর্তৃপক্ষ বাজাউর জেলার সব হাসপাতালে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে।

বাজাউর জেলা স্বাস্থ্য কর্মকর্তা ফয়সাল কামাল বলেছেন, ১৫০ জনের বেশি আহত মানুষকে জেলা সদর হাসপাতালে নেওয়া হয়েছে। এছাড়া যারা সংকটাপন্ন, তাদের পেশোয়ারে হাসপাতালে নেওয়া হয়েছে।

জেলার জরুরি সেবা কর্মকর্তা জানান, স্থানীয় জেইউআই-এফ আমির মওলানা জিয়াউল্লাহ বিস্ফোরণে নিহত হয়েছেন।

কেপি প্রদেশের তত্ত্বাবধায়ক তথ্যমন্ত্রী বলেছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

পাকিস্তানের সংবাদমাধ্যম জানায়, আরও হামলার আশঙ্কায় কর্তৃপক্ষ বাজাউর জেলাসহ আশপাশের এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে।