আপডেট : ৩১ জুলাই, ২০২৩ ১৬:২১
রাজধানীতে গ্রিন ফেস্টের উদ্বোধন

রাজধানীতে গ্রিন ফেস্টের উদ্বোধন

রোববার ‘গ্রিন ফেস্ট ২০২৩’ উদ্বোধন করেন অতিথিরা। ছবি: দৈনিক বাংলা

রাজধানীর একটি হোটেলে রোববার উদ্বোধন হলো ‘গ্রিন ফেস্ট ২০২৩’। এই উৎসবে থাকছে পুরস্কার প্রদান, বৃক্ষরোপণ, সচেতনতামূলক নানা কর্মসূচি, সাইক্লিং, ম্যারাথন ও কনসার্ট।

উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত ছিলেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত ও বাংলাদেশে ইইউ প্রতিনিধি দলের প্রধান চার্লস হোয়াইটলি এবং ইউনিসেফের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ শেলডন ইয়েট। আরও উপস্থিত ছিলেন রূপায়ন গ্রুপের চেয়ারম্যান এল এ মুকুলসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থাপনা ও সভাপতিত্ব করেন ‘ওমেন’স ফেডারেশন অব ওয়ার্ল্ড পিস অব বাংলাদেশ’র প্রেসিডেন্ট ও সংগীতশিল্পী মেহরীন মাহমুদ।

অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তিদের ‘গ্রিন লিডারস অ্যাওয়ার্ড ২০২৩’ প্রদান করা হয়। অনুষ্ঠানে মেহরীন মাহমুদের করা ‘বন্ধু’ শিরোনামের একটি গান প্রকাশ করা হয়। গানটি গ্রিন ফেস্টের থিম সং হিসেবে ব্যবহার করা হবে।

গ্রিন ফেস্ট শিক্ষা ও প্রচারণামূলক শৈল্পিক উদ্যোগের মাধ্যম পরিবেশরক্ষায় কাজ করে। এর লক্ষ্য সবুজভিত্তিক জীবনধারা গড়ে তুলতে সহযোগিতা করা। ‘গোগার্ল’ লিমিটেডের সহযোগিতায় উদ্যোগটি নিয়েছেন মেহরীন মাহমুদ।