দেশে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব কমছে না, বরং বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, অন্তঃসত্ত্বা রোগীরা বেসরকারি ক্লিনিক-হাসপতাতালে গেলেই সিজার (অস্ত্রোপচার) করা হয়।
বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সংলগ্ন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। ‘জেন্ডার সমতাই শক্তি: নারী ও কন্যাশিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’ প্রতিপাদ্য নিয়ে দেশে বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৩ পালিত হচ্ছে।
জাহিদ মালেক বলেন, ‘ক্রমবর্ধমান সিজারের ডেলিভারি নিয়ন্ত্রণ করতে হবে।’
দেশে এখন সি-সেকশনের (অস্ত্রোপচার) হার ৭০ শতাংশ জানিয়ে তিনি বলেন, ‘ডেলিভারির রোগীরা বেসরকারি ক্লিনিক-হাসপাতালগুলোতে গেলেই সিজার করা হয়। এগুলো আমাদের নিয়ন্ত্রণ করতে হবে।’
মন্ত্রী বলেন, ‘দেশে ইনস্টিটিউশনাল ডেলিভারি অনেক কম। গ্রামাঞ্চলে ধাত্রীদের মাধ্যমে অসংখ্য ডেলিভারি হচ্ছে। এ কারণে মাতৃ ও শিশুমৃত্যু শূন্যের কোটায় আনা যাচ্ছে না।’
প্রাতিষ্ঠানিক ডেলিভারির সময়সীমা বাড়ানো হয়েছে। আগে সরকারি হাসপাতালে আট ঘণ্টা ডেলিভারি হতো। এখন ২৪ ঘণ্টা ডেলিভারি করা হয়। এর ফলে প্রাতিষ্ঠানিক ডেলিভারি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা