আপডেট : ২ আগস্ট, ২০২৩ ২২:০৮
আসামি ধরতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের
প্রতিনিধি, কুমিল্লা

আসামি ধরতে যাওয়ার পথে সড়কে প্রাণ গেল পুলিশ সদস্যের

কুমিল্লায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে মুরাদনগর উপজেলার বি-চাপিতলা-বিষ্ণুপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পুলিশ কর্মকর্তা এএসআই সাজ্জদুল মান্নান (৪১) লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নান্দিয়ারা গ্রামের বাসিন্দা ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান বলেন, বিকেলে ওয়ারেন্টের আসামি গ্রেপ্তার করতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাকে বহন করা মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত সাজ্জদুলকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত ৮টার দিকে তিনি মারা যান।