সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক কমেছে। লেনদেন কমেছে আগের দিনের তুলনায় ২৪ শতাংশ। আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বৃহস্পতিবার সূচক সামান্য কমলেও লেনদেন বেড়েছে। এই দিন ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৩ দশমিক ১৪ পয়েন্ট। সূচক দাঁড়িয়েছে ৬ হাজার ৩২৯ দশমিক ৮৬ পয়েন্টে। আগের দিন সূচক ছিল ৬ হাজার ৩৪৩ পয়েন্ট।
দুই মাস ধরে ৬ হাজার ৩০০ পয়েন্টের ঘরে ঘুর-ঘুর করছে দেশের পুঁজিবাজার। বৃহস্পতিবার দিন শেষে ডিএসইতে লেনদেন হয়েছে ৪৮৫ কোটি ৭৪ লাখ টাকা। এই লেনদেন আগের দিনের তুলনায় ২৪ শতাংশ কম। আগের দিন লেনদেন হয়ে ছিল ৬৩৯ কোটি ১৫ লাখ টাকা। এই লেনদেন গত দেড় মাসের মধ্যে কম।
এর আগে কম লেনদেন হয়েছিল চলতি বছরের জুন মাসের ১৮ তারিখ। সেদিন লেনদেন ছিল ৪১৮ কোটি ২০ লাখ। দেড় মাস পরে আবার ৫০০ কোটির নিচে নামল লেনদেন।
বৃহস্পতিবার ডিএসইতে বেশির ভাগ কোম্পানির দাম কমেছে। এইদিন ডিএসইতে মোট ৩৩৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে দাম বেড়েছে ৬৩টির। দাম কমেছে ৯৮টির। আর দাম অপরিবর্তিত আছে ১৭৩টির। সপ্তাহ শেষে ডিএসইতে ৯ দশমিক ৬০ পয়েন্ট সূচক কমেছে দেশের পুঁজিবাজারে। রোববার ও সোমবার ১৪ দশমিক ৭০ পয়েন্ট সূচক কমেছিল ডিএসইতে। এর পরে মঙ্গলবার ও বুধবার সূচক ১৮ দশমিক ১৮ পয়েন্ট বাড়ে। শেষদিন আবার ১৩ দশমিক ১৩ পয়েন্ট সূচক কমে যায়। সব মিলিয়ে সপ্তাহ শেষে সূচক কমে যায়।
কমেছে দৈনিক গড় লেনদেন
বৃহস্পতিবার শেষে হওয়া সপ্তাহে দিনে গড়ে ৫৯২ কোটি টাকা লেনদেন হয়েছে। আগের সপ্তাহে গড়ে দৈনিক লেনদেন হয়েছিল ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা।
বৃহস্পতিবার শেষ হওয়া সপ্তাহে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম। পুরো সপ্তাহে মোট ৭৬টি শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৯৬টির আর অপরিবর্তত ছিল ২২৫টির দাম।
বৃহস্পতিবার সবচেয়ে বেশি লেনদেন হয়েছে খাদ্য খাতের শেয়ারে। খাদ্য খাতে লেনদেন হয় ৮১ কোটি ৫৫ লাখ টাকা। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে সাধারণ বিমা খাতে। এই খাতে লেনদেন হয়েছে ৭১ কোটি ৯১ লাখ টাকা। এছাড়া তৃতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে জীবন বীমা খাতে। এই খাতে লেনদেন হয়েছে ৫৯ কোটি ৩৬ লাখ টাকা।
এই দিন দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ১৮ কোটি ৩১ লাখ টাকা। আগের দিন লেনদেন হয়েছিলো ৮ কোটি ২৬ লাখ টাকা।
সিএসইতে এই দিন লেনদেন হয়েছে মোট ১৭০টি শেয়ার এবং মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বেড়েছে ৩১টির কমেছে ৬৭টির। আর অপরিবর্তিত ছিলো ৭২টির।
সিএসইতে এই দিন সূচক সামান্য কমেছে। সিএসইতে এই দিন সূচক কমেছে ৩১ দশমিক ৪৭ পয়েন্ট। সূচক কমে হয়েছে ১৮ হাজার ৬৮৯ দশমিক ৭০ পয়েন্ট। আগের দিন সূচক ছিলো ১৮ হাজার ৭২১ দশমিক ১৭ পয়েন্ট।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা