দেশে উৎপাদিত টমেটো গত সপ্তাহে ২২০ টাকা বিক্রি হলেও বর্তমানে কেজিতে ৩০ টাকা বেড়ে তা বিক্রি হচ্ছে ২৫০ টাকা কেজি। তবে এসব টমেটো আধা পাকা বা কাঁচা। পুরোপরি পরিপক্ব এবং ভালো মানের ভারতীয় টমেটো ঢাকার বাজারে বর্তমানে বিক্রি হচ্ছে ৩৫০ টাকায়। পাশাপাশি গত সপ্তাহের তুলনায় কেজিতে ২০ থেকে ৪০ টাকা বেড়ে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৪০ টাকা দামে।
অন্যদিকে এ সপ্তাহে ফের দাম বেড়েছে ব্রয়লার, সোনালি মুরগি ও ডিমের। তবে অপরিবর্তিত আছে গরু-খাসির মাংসের দাম। গত দুই সপ্তাহে ব্রয়লার ও সোনালি মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। এক সপ্তাহে কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকায়।
শুক্রবার রাজধানীর মহাখালী, বাড্ডা ও তেজগাঁও এলাকার বাজার ঘুরে জিনিসপত্রের এসব দাম উঠে আসে।
এদিকে গত সপ্তাহে ৬০ টাকা কেজি দরে বিক্রি হওয়া পটোল এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৫০ টাকায়, গেল সপ্তাহের তুলনায় কেজিতে ১০ টাকা কমে ৭০-৮০ টাকার ঝিঙে এখন মিলছে ৬০ টাকায়, করলা ও কাঁকরোল বাজারভেদে ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কচুরমুখী ৭০ টাকা, ৫০ টাকার লাউ ৬০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। এ ছাড়া ঢ্যাঁড়স ও পেঁপে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। চালকুমড়া ও ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, মুলা ৫০ টাকা, শিম ২০০ টাকা কেজি, লম্বা বেগুন ৮০ টাকা থেকে কমে ৬০ টাকা, ধনে পাতা ১৬০ টাকা কেজি, বাঁধাকপি ৬০ টাকা পিস দরে বিক্রি হচ্ছে।
এ ছাড়া কাঁচা মরিচ ২০০ টাকা থেকে বেড়ে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গাজর ১৪০ টাকা কেজি, আলু ৪০ টাকা, দেশি পেঁয়াজ ৭০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৪৫ টাকা কেজি করে বিক্রি করছেন ব্যবসায়ীরা।
তবে দাম বেড়েছে টমেটোর। ভারতীয় টমেটো বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে, যা বিগত সপ্তাহে ৩২০ টাকায় বিক্রি হয়েছে। আর দেশি টমেটো বিক্রি হচ্ছে ২৮০ টাকা কেজিতে। দেশি টমেটো ২৬০ টাকা কেজি দরে বিক্রি করছেন বলে জানান মহাখালী কাঁচাবাজারের সবজি বিক্রেতা আব্দুস সালাম। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘কাঁচা মরিচ পোয়া ৬০ টাকা, ২৪০ টাকা কেজি। কচুরমুখী ২৬০ টাকা কেজি। গাজর চাইনিজ ১৪০ টাকা। আর অন্য জাতেরটা ৯০ টাকা। করলা ৮০ টাকা। পটোল ৬০ টাকা কেজি।’
গত সপ্তাহে ১৩৫ টাকা দরে ডিমের ডজন বিক্রি করেছেন বলে জানান মহাখালীর ডিম বিক্রেতা মো. শাকিল। তিনি দৈনিক বাংলাকে বলেন, ‘এখন দেড় শ টাকা ডজন। মাল আনতে গেলাম আর দাম বেড়ে গেল, তখন আমাদের বাড়তি দামে বিক্রি করতে হয়।’
তবে ঠিক কী কারণে ডজনপ্রতি ১৫ টাকা ডিমের দাম বৃদ্ধি পেল, তার কোনো সদুত্তর দিতে পারেননি এই বিক্রেতা। লাল ডিমের হালি ৫০ টাকা। সাদা ডিম ৪৮ টাকা। হাঁসের ডিমের হালি ৭০ টাকা।
বাজারগুলোতে তুলনামূলক মাছের আমদানি কম থাকায় কেজিতে ৫০ থেকে ১০০ টাকা দাম বেড়েছে। গত সপ্তাহের তুলনায় কিছু সবজির দাম খানিকটা কমেছে। গত সপ্তাহে যে সবজি ৭০-৮০ টাকায় বিক্রি হয়েছে, সেগুলো এ সপ্তাহে বিক্রি হচ্ছে ৬০ টাকা কেজি দরে। অবশ্য ৫০ টাকার নিচে কোনো সবজি মিলছে না ঢাকার বাজারে। মাছের দাম বাড়ার বিষয়ে বিক্রেতা সোলেমান আলী বলেন, ‘চাহিদা অনুযায়ী মাছের আমদানি না থাকায় দাম বেড়েছে।’
এদিকে চলতি সপ্তাহে মাছের আমদানি কম থাকায় কেজিপ্রতি ৫০ থেকে ১০০ টাকা বৃদ্ধি পেয়েছে সব ধরনের মাছের। এক কেজি ওজনের বড় ইলিশ বিক্রি হচ্ছে ১৬০০ থেকে ১৮০০ টাকায়। ৫০০ গ্রামের নিচে ইলিশ ৯০০ টাকা কেজি, ৫০০ গ্রামের ওপরে ১০০০ টাকা। এ ছাড়া পাবদা মাছ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৬০০ টাকায়। টেংরা মাছ ৮০০ টাকা কেজি, শিং ৫৫০, তেলাপিয়া ২৪০ থেকে ২৬০ টাকা, রুই ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা