কিশোরগঞ্জের সরারচরে পয়েন্ট পরিবর্তনের সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে।
রোববার দুপুর ২টার দিকে সরারচর স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে। এতে ভৈরব-কিশোরগঞ্জ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার মিজানুর রহমান দৈনিক বাংলাকে জানান, কিশোরগঞ্জ থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ এক্সপ্রেস (৭৮১) ট্রেনটি সরারচর স্টেশনে প্রবেশ করছিল। একই সময় ঢাকা থেকে ছেড়ে আসা এগারসিন্দুর প্রভাতী (৭৫০) ট্রেনটিও সরারচর স্টেশনে পৌঁছায়। এ সময় পয়েন্ট পরিবর্তন করতে গিয়ে কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে। এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।
উদ্ধার কার্যক্রমও শুরু হয়নি জানিয়ে মিজানুর রহমান বলেন, আখাউড়া থেকে উদ্ধারকারী ট্রেন এসে বগি উদ্ধার কার্যক্রম শুরু করবে। বর্তমানে ভৈরব-কিশোরগঞ্জ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা