ডেঙ্গু জ্বর সংক্রান্ত জটিলতায় আক্রান্ত হয়ে তরুণ চিকিৎসক ডা. দেওয়ান আলমিনা মিশুর মৃত্যু হয়েছে। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ডা. দেওয়ান আলমিনা মিশু ৩৯তম বিসিএস কর্মকর্তা ছিলেন।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সোমবার রাত সোয়া ১টার দিকে তার মৃত্যু হয়। তিনি মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) লাইফ সাপোর্টে ছিলেন তিনি।
ডা. মিশু ঢাকার মাতুয়াইলে বাংলাদেশ শিশু ও মাতৃ স্বাস্থ্য ইনস্টিটিউটের গাইনি বিভাগে আবাসিক শিক্ষার্থী হিসেবে কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজের ৪৬ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
বাংলাদেশ শিশু ও মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. এম এ মান্নান জানিয়েছেন, মিশু আমাদের নিয়মিত কর্মকর্তা নন, আমাদের এখানে এমএস কোর্সের শিক্ষার্থী ছিলেন। আসছে জানুয়ারিতে তার চূড়ান্ত পরীক্ষা দেয়ার কথা ছিল।
জুনের পর থেকে বিএসএমএমইউতে (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) পড়ালেখা করছিলেন তিনি। সেখানে তার প্লেসমেন্ট ছিল জানিয়ে অধ্যাপক ডা. এম এ মান্নান বলেন, গত ২৪ জুলাই তার জ্বর আসে। ডেঙ্গু ধরা পড়লে প্রথমে বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা খারাপ হলে তাকে এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। তিন-চার দিন আগে এভারকেয়ার থেকে তার পরিবারকে জানানো হয় তিনি অলরেডি ব্রেইন ডেড। পরিবার চাচ্ছিল চিকিৎসা চালিয়ে যেতে, সেজন্য ঢাকা মেডিকেল কলেজে আনা হয়। রাতে সেখানেই মারা যান।
গতকাল সোমবার পর্যন্ত দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩২৭ জন, যা ডেঙ্গু ইতিহাসে সর্বোচ্চ মৃত্যু। এর আগে ২০২২ সালে ২৮১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল অধিদপ্তর। আর এখন পর্যন্ত কেবল হাসপাতালে ভর্তি হয়েছে ৬৯ হাজার ৪৮৩ জন। তবে প্রকৃত রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা