জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, ইভিএমে ভোট করার সিদ্ধান্ত সরকারের। তবে সরকার ইভিএমে যেতে পারবে কি-না, সেটি নিয়ে সংশয় রয়েছে। ভোটগ্রহণে ইভিএম ব্যবহার হলে ভোট চুরির সম্ভাবনা থাকবে। যে কারণে ইভিএমের প্রতি মানুষের আস্থা নেই।
আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট নার্সিং কলেজের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ইভিএম যাদের নিয়ন্ত্রণে থাকবে, তারা সরকারের অধীনে কাজ করবে। সেখানে ফলাফল যাই হোক, সেটা জনগণ মানতে বাধ্য হবে। আর এতে নির্বাচন সুষ্ঠু হবে না। ইভিএমের বিষয়ে কয়েকজন বিশেষজ্ঞ পরীক্ষা-নিরীক্ষা করেছেন। তারা জানিয়েছেন, এ মেশিনে সমস্যা আছে। তাই ইভিএমে ভোটগ্রহণ হলে গ্রহণযোগ্য নির্বাচন হবে না।
স্বাস্থ্য বিভাগের অনিয়ম প্রসঙ্গে সংসদের বিরোধী দলীয় উপনেতা কাদের বলেন, বাংলাদেশে অব্যবস্থাপনা ও দুর্নীতিতে স্বাস্থ্য বিভাগ সবার থেকে এগিয়ে আছে। সারা দেশের হাসপাতালগুলো অব্যবস্থাপনায় ভরে গেছে। কোথাও চিকিৎসক আছে, অ্যানাস্থেসিয়া নেই। আবার কোথাও অ্যানাস্থেসিয়া আছে, চিকিৎসক নেই। এসব বিষয়ে বারবার স্বাস্থ্যমন্ত্রীকে বলেছি, কোনো কাজ হয়নি।
একক নির্বাচন করার বিষয়ে তিনি বলেন, আমরা দলকে এগিয়ে নেয়ার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। এ ছাড়া, এ সরকারের অধীনে নির্বাচন করব কি না, সেটি আমরা পরবর্তীতে জানাব। আমরা দল ও জনগণের সঙ্গে কথা বলে জানাব। তা ছাড়া, লালমনিরহাট থেকে না কোথা থেকে নির্বাচনে অংশ নেব সেটিও দলের ফোরামে আলোচনা করে জানানো হবে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা