আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকেই হ্যাটট্রিক! প্রথম বাংলাদেশি নারী হিসেবে টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিকের অনন্য কীর্তি গড়েছেন বাংলাদেশ নারী দলের বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা। বৃহস্পতিবার নারী এশিয়া কাপে মালয়েশিয়া ইনিংসে নিজের তৃতীয় ওভারে টানা তিন বলে দলটির তিন ব্যাটার উইনিফ্রেড দুরাইসিংগাম, মাস এলিসা এবং মাহিরাহ ইজ্জাতি ইসমাইলকে ফিরিয়ে দেন।
মালয়েশিয়া ইনিংসের ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে প্রথম আঘাত হানেন তৃষ্ণা। দলটির অধিনায়ক দুরাইসিংগামকে ইয়র্কারে পরাস্ত করেন তিনি। ১৯ বল থেকে ৫ রান করে ফিরে যান দুরাইসিংগাম। পরের বলে এলিসাকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন তৃষ্ণা। হ্যাটট্রিক বলে ক্রিজে আসা মাহিরাহ ইজ্জাত ইসমাইলির স্টাম্প উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েন ২০ বছর বয়সী পেসার। তৃষ্ণার আগে টি-টোয়েন্টিতে বাংলাদেশের নারী ক্রিকেটারদের মধ্যে হ্যাটট্রিকের কীর্তি ছিল কেবল লেগ স্পিনার ফাহিমা খাতুনের। ২০১৮ সালে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে হ্যাটট্রিকের দেখা পান তিনি।
আন্তর্জাতিক নারী টি-টোয়েন্টির ইতিহাসে অভিষেকে হ্যাটট্রিকের রেকর্ড এতদিন ছিল শুধুই নেপালের অঞ্জলি চাঁদের। ২০১৯ সালে সাফ গেমসে মালদ্বীপের বিপক্ষে অভিষেকেই হ্যাটট্রিক করেন নেপালের বাঁহাতি পেসার।
তৃষ্ণার পর স্পিনার ফাহিমার বোলিং তোপে ৫ উইকেট হারিয়ে ধুঁকছে মালয়েশিয়া। টস জিতে আগে ব্যাট করা বাংলাদেশের দেয়া ১৩০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ২৬ রানে ৫ উইকেট হারিয়েছে তারা। ফাহিমা ২ ওভার বোলিং করে মাত্র ২ রান খরচায় তুলে নিয়েছেন ২ উইকেট।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা