আপডেট : ১০ আগস্ট, ২০২৩ ১১:৩৫
সিনেমা দেখতে ছুটি ঘোষণা
বিনোদন ডেস্ক

সিনেমা দেখতে ছুটি ঘোষণা

প্রায় দুই বছরের অনুপস্থিতির পর রুপালি পর্দায় ফিরছেন দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত। তার সিনেমা ‘জেলার’ মুক্তি পাচ্ছে আজ। ভারতজুড়ে সিনেমা হলে ধামাকা করবে, আশা রেখেই ছবি আনছেন নির্মাতারা। আর সেই উপলক্ষে ছুটি দিয়ে দেয়া শুরু করে দিল চেন্নাই-বেঙ্গালুরুর অফিসগুলো।

ভারতীয় প্রতিবেদন অনুসারে, সিনেমার প্রিভিউ ঘিরে দেশজুড়ে তৈরি হয়েছে উত্তেজনা। শুধু দেশ নয়, বিদেশেও চলছে রজনীকান্ত-জ্বর। নিউইয়র্ক সিটির টাইমস স্কয়ার পর্যন্ত প্রসারিত হয়েছে যা। ‘জেলার’ মুক্তির দিনে ৯০ শতাংশের বেশি স্ক্রিন নিজের দখলে রাখবে বলে মনে করা হচ্ছে। যা রজনীকান্তের জন্য ঐতিহাসিক উদ্বোধন হতে চলেছে।

নেলসন দিলীপ কুমার পরিচালিত ‘জেলার’ একটি অ্যাকশন ফিল্ম। যেখানে রজনীকান্তকে দেখা যাবে অ্যাকশন প্যাকড অবতারে। রজনীকান্তের চরিত্রের নাম ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান। এই সিনেমাতে তাকে দেখা যাবে এক পুলিশ অফিসারের বাবার চরিত্রে। প্রিভিউতে রজনীকান্তকে তলোয়ার আর বন্দুক- দুটি ব্যবহার করতে দেখা গিয়েছে। ছবিতে রয়েছে জ্যাকি শ্রফও। এ ছাড়া ‘জেলার’-এ প্রিয়াঙ্কা মোহন, শিব রাজকুমার, তামান্না ভাটিয়া, রাম্যা কৃষ্ণান, যোগী বাবু, বসন্ত রবি এবং বিনায়কানের মতো কাস্ট থাকছে।

এদিকে ‘জেলা’র মুক্তির এক দিন পর বক্স অফিসে আসছে আরও দুটি হিন্দি ছবি। ফলে টক্করটা হবে একেবারে কাঁটায় কাঁটায়। সানি দেওল ও আমিশা পাটেলের ‘গদর-২’ মুক্তি পাচ্ছে আগামী ১১ আগস্ট। আর একই সঙ্গে হলে আসছে অক্ষয় কুমারের ‘ওএমজি-২’।