ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিরোধীরা শুধু ফিল্ডিং করে চলেছে। আর তার সরকার সেখানে সেঞ্চুরি হাঁকাচ্ছেন। চার, ছক্কা মারছে। বৃহস্পতিবার লোকসভায় মণিপুর ইস্যু ঘিরে অনাস্থা প্রস্তাবের জবাবি ভাষণ দিতে গিয়ে মোদি এসব কথা বলেন।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, মোদি সাফ জানান, বিরোধীরা দেশের কথা না ভেবে নিজেদের ক্ষমতার কথা চিন্তা করে। কিন্তু তার সরকারের আমলে দারিদ্র্য দূরীকরণ থেকে শুরু করে একাধিক ক্ষেত্রে ব্যাপক উন্নতি করেছেন ভারত, সেই কথা মনে করিয়ে দেন মোদি।
জবাবি ভাষণ শুরু করে মোদি বলেন, অনাস্থা প্রস্তাব আসলে তার কাছে আশীর্বাদের মতো। তারপরেই বিরোধীদের বেঞ্চের দিকে ইঙ্গিত করে মোদি বলেন, “অনাস্থা প্রস্তাব এনে সংসদে কেমন আলোচনা হয়েছে? ওখান থেকে খালি নো বল উড়ে আসছে আর আমরা সেঞ্চুরি হাঁকাচ্ছি। বিরোধীরা শুধু ফিল্ডিংই করে চলেছে। আর এদিক থেকে সমানে চার-ছক্কা মারা হচ্ছে। দেশের মানুষ বারবার আপনাদের দিকে তাকিয়ে থাকে কিন্তু সব সময় আপনারা তাদের হতাশ করেন।’
মোদি বলেন, মণিপুরে নিশ্চয়ই শান্তির সূর্য উঠবে। মণিপুর আবার নতুন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। মণিপুরের মানুষকে আমার আবেদন, দেশ আপনাদের সঙ্গে আছে। সংসদ সঙ্গে আছে। ওখানে সমস্যার সমাধান হবে। নাম না করেই রাহুলের মন্তব্য টেনে মোদি বলেন, শুনে খারাপ লাগছে, এই সংসদ থেকেই কেউ কেউ ভারতমাতার মৃত্যু কামনা করছেন। এমন মন্তব্যে ভারতবাসী দুঃখ পেয়েছে।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা