আপডেট : ১১ আগস্ট, ২০২৩ ১৭:৫৪
নকল পণ্যের দায়ে ৭ প্রতিষ্ঠানে ২২ লাখ জরিমানা

নকল পণ্যের দায়ে ৭ প্রতিষ্ঠানে ২২ লাখ জরিমানা

ছবি: দৈনিক বাংলা

রাজধানীতে নকল বৈদ্যুতিক সরঞ্জাম, ওষুধ এবং পানি উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে সাত প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৩টা পর্যন্ত রাজধানীর চকবাজার, কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালতে ওই জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। আদালতকে সহায়তা করে র‌্যাব-১০ এর একটি দল। এ সময় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

র‌্যাব-১০ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) এম. ফখরুল হাসান দৈনিক বাংলাকে জানান, বেশ কিছুদিন যাবৎ অসাধু ব্যবসায়ীরা অনুমোদনহীন নকল বৈদ্যুতিক সরঞ্জামাদ, ওষুধ এবং পানি উৎপাদন, মজুদ ও বাজারজাত করে আসছিল। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭টি প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করা হয়।

জিএস ক্যাবলসকে ২ লাখ টাকা, বিকাশ কাটিং অ্যান্ড এ্যারোগেটেড ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা, শরীফ প্লাস্টিক ইন্ডাস্ট্রিজকে ৫ লাখ টাকা, মাসরি পিওর ড্রিংকিং ওয়াটারকে ১ লাখ ৫০ হাজার টাকা, মেসার্স ইউনিক কমার্সিয়াল লিমিটেডকে ১ লাখ ৫০ হাজার টাকা, ফাজ ল্যাবরেটরিজকে ৫ লাখ টাকা এবং এসপি অ্যাগ্রো ট্রেডিংকে ২ লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান সহকারী পরিচালক ফখরুল হাসান।