ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স কোম্পানির অর্ধবার্ষিক ব্যবসায় সম্মেলন গত শনিবার রাজধানীর মতিঝিলের ডিসিসিআই অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন কোম্পানির চেয়ারম্যান মাহবুবুর রহমান। কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা আবদুল হক অর্ধবার্ষিক ব্যবসায়িক অবস্থার বিস্তারিত রিপোর্ট উপস্থাপন করেন।
কোম্পানির কনসালটেন্ট অরুণ কুমার সাহা এতে বক্তব্য দেন। করোনা-পরবর্তী মন্থর অর্থনৈতিক গতি এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধাবস্থার কারণে দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতির কারণে ধুঁকতে ধাকা বৈশ্বিক অর্থনীতির মধ্যেও কোম্পানির অর্ধবার্ষিক প্রিমিয়াম অর্জনের আনুপাতিক লক্ষ্যমাত্রার ৮০% অর্জিত হওয়ায় চেয়ারম্যান তার বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন।
অন্যদের মধ্যে কোম্পানির মতিঝিল শাখার প্রধান মোশফিউল আলম, দাবি বিভাগের প্রধান এম গোলাম হাফিজ এবং কোম্পানির অন্য নির্বাহী কর্মকর্তারা সম্মেলনে বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।