এ বছরের এসএসসি পরীক্ষার ফলাফলে অনন্য সাফল্য অর্জন করায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা জানিয়েছে মাইলস্টোন কলেজ। রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত কলেজের স্থায়ী ক্যাম্পাসের প্রধান অডিটোরিয়ামে গতকাল রোববার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব.)। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক জহিরুল হক ও সিনিয়র পরিচালক (প্রশাসন) মো. মাসুদ আলমসহ উপাধ্যক্ষ, শিক্ষক ও বিভিন্ন বিষয়ের অনুষদ সদস্যরা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে চলৎশক্তিহীন ইয়ামিনা বিনতে মাহমুদকে সম্মাননা স্মারক দেয়ার মাধ্যমে তার লড়াইকে উৎসাহিত করা হয়। বিজ্ঞপ্তি