আপডেট : ১৪ আগস্ট, ২০২৩ ১০:৫৮
ক্রীড়া ও সংস্কৃতিতে শেখ কামালের অবদান অনস্বীকার্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
দৈনিক বাংলা ডেস্ক

ক্রীড়া ও সংস্কৃতিতে শেখ কামালের অবদান অনস্বীকার্য: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল ক্রীড়া ও সংস্কৃতিচর্চার মাধ্যমে যুব সমাজকে স্বাভাবিক জীবন ও বিশৃঙ্খলা থেকে ফিরিয়ে এনে ছিলেন। স্বাধীনতার পর শিক্ষা, সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনে নতুন জোয়ার এনেছিলেন তিনি। আজকের গতিশীল, প্রযুক্তিগত উন্নয়নের বাংলাদেশে তার অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ও বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের যৌথ উদ্যোগে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষে গতকাল রোববার বাউবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রে ‘সংস্কৃতিমনা ও ক্রীড়ানুরাগী তরুণ প্রজন্মের আদর্শ শেখ কামাল’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাউবি উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাউবির প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু ও ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল। শুভেচ্ছা বক্তব্য রাখেন বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. কে এম রেজানুর রহমান ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ড. মো. শহীদুর রহমান। সভায় বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বাউবির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এর আগে উপাচার্য প্রধান অতিথিকে নিয়ে বাউবি ক্যাম্পাসের স্বাধীনতা চিরন্তন স্মারক ভাস্কর্যে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ ছাড়া শোকাবহ আগস্ট উপলক্ষে বাউবি ক্যাম্পাসে রেড ক্রিসেন্টের সহযোগিতায় দিনব্যাপী রক্তদান কর্মসূচি পালন করা হয়। বিজ্ঞপ্তি