কুমিল্লা জেনারেল হাসপাতাল থেকে নবজাতক চুরি হওয়ার ২৪ ঘণ্টা পার হলেও এখনো শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। পুলিশ বলছে, চুরি হওয়া নবজাতক উদ্ধারে একাধিক টিম কাজ করছে।
গত রোববার সকাল সাড়ে ১০টায় হাসপাতালের বহিঃবিভাগ থেকে ওই নবজাতক চুরি হয়। তার মা আয়েশা আক্তার হাসপাতালের নবাব ফয়জুন্নেছা ওয়ার্ডে চিকিৎসাধীন।
সন্তান হারিয়ে পাগলপ্রায় আয়েশা বলেন, ‘সারারাত ছটফট করেছি। আমার মেয়ে কোথায় আছে কেমন আছে জানি না। আমার মেয়েকে আপনারা ফিরিয়ে দেন। আমি আর কিছু চাই না।’
কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ‘গোয়েন্দা পুলিশসহ একাধিক টিম কাজ করছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। আমরা আশাবাদী। শিশুটি আগে উদ্ধার করি, তারপরই বিস্তারিত জানা যাবে।’
গত ৯ আগস্ট কুমিল্লা জেনারেল হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে আয়েশা ওই নবজাতককে জন্ম দেন। তিনি কুমিল্লা নগরীর বারপাড়ার জসীমের স্ত্রী।
রোববার নবজাতকের নানী নূরজাহান বেগম বহিঃবিভাগে টিকিট কাটতে যান। এ সময় তিনি তার নাতনিকে এক নারীর কাছে দিয়ে যান। টিকিট কেটে এসে দেখেন তার নাতনিসহ ওই নারী উধাও। সিসিটিভি ফুটেজে দেখা যায়, বোরকা পরিহিত ওই নারী শিশুটিকে নিয়ে পালিয়ে যাচ্ছেন।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা