আপডেট : ১৫ আগস্ট, ২০২৩ ১২:৩৪
আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে সিটিটিসির অভিযান
প্রতিনিধি, কুলাউড়া (মৌলভীবাজার)

আটক জঙ্গিদের নিয়ে পাহাড়ে সিটিটিসির অভিযান

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের টাট্টিউলি গ্রাম ও তার আশপাশের পাহাড়ি এলাকায় আরও জ‌ঙ্গি আস্তানার সন্ধানে অভিযানে নেমেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। মঙ্গলবার সকালে আটক জঙ্গিদের নিয়ে এ অভিযান শুরু করে সিটিটিসি দল।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান।

এর আগে গতকাল সোমবার সকালে কর্মধা ইউনিয়নের আছকরাবাদ বাজার থেকে স্থানীয় লোকজন ১৭ জঙ্গিকে আটক করেন। খবর পেয়ে থানা পুলিশ ও পরে কাউন্টার টেররিজম ইউনিট (সিটিটিসি) ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নেয়। তার আগে গত শনিবার পূর্ব টাট্টিউলি গ্রাম থেকে ১০ জঙ্গিকে আটক করা হয়।