আপডেট : ৭ অক্টোবর, ২০২২ ১৪:৪২
চুরির টাকা নেশা ও দান করে খরচ করেন মনির

চুরির টাকা নেশা ও দান করে খরচ করেন মনির

গ্রেপ্তার মনির হোসেন। ছবি: দৈনিক বাংলা

রাজধানীর একটি অনাথ আশ্রমের গ্রিল কেটে চুরির ঘটনায় গ্রেপ্তার মনির হোসেন চুরি করা সাড়ে ১২ লাখ টাকার প্রায় ৫ লাখ টাকা নেশা করার পাশাপাশি দরিদ্রদের দান করে খরচ করেছেন।

আজ শুক্রবার সকালে রাজধানীর শ্যামলীতে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) এইচ এম আজিমুল হক।

সংবাদ সম্মেলনে পুলিশের এই কর্মকর্তা জানান, মোহাম্মদপুরে মোহাম্মদদীয়া হাউজিংয়ে রাইটস অ্যান্ড সাইট ফর চিল্ড্রেন নামের অনাথ আশ্রম প্রতিষ্ঠানটি পথশিশুদের আশ্রয়, পড়াশোনা ও খাওয়ার ব্যবস্থা করছে। এই প্রতিষ্ঠানের অফিসের গ্রিল কেটে ১২ লাখ ৫০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় মনির। পরে তদন্তে নেমে বিভিন্ন তথ্য উপাত্তের ভিত্তিতে মনিরকে কেরানীগঞ্জের পশ্চিম বাংলানগর গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে সাত লাখ ৮৭ হাজার টাকা উদ্ধার করা হয়। মনির টাকাগুলো চুরি করে জুয়া খেলা ও নেশা করার পাশাপাশি দরিদ্র মানুষের মধ্যে দান করে খরচ করেছে।

তিনি আরও বলেন, মনির ভবঘুরে টাইপের। তবে তার এই চেহাররা আড়ালে সে দুর্ধর্ষ এক চোর। পর পর ঘটে যাওয়া কয়েকটি চুরির ঘটনায় তার নাম পাওয়া গেছে। এ ছাড়া অন্তত অর্ধশতাধিক চুরির ঘটনা ঘটিয়েছে মনির।

তাকে রিমান্ডে নেয়া হবে। এরপর খোয়া যাওয়া বাকি পাঁচ লাখ টাকার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

এর আগে ১ অক্টোবর মধ্যরাতে ওই আশ্রমের অফিস কক্ষের গ্রিল কেটে প্রবেশ করে আলমারি থেকে সাড়ে ১২ লাখ টাকা চুরি করে মনির।