আপডেট : ১৬ আগস্ট, ২০২৩ ১১:৪৫
‘১৫ আগস্টের হত্যাকাণ্ড দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্রের অংশ’
দৈনিক বাংলা ডেস্ক

‘১৫ আগস্টের হত্যাকাণ্ড দেশি-বিদেশি গভীর ষড়যন্ত্রের অংশ’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপি বলেছেন, ১৫ আগস্টের হত্যাকাণ্ড সাধারণ কোনো হত্যাকাণ্ড নয়, এই হত্যাকাণ্ড ছিল সদ্য স্বাধীন বাংলাদেশকে জন্মের পরেই মেরে ফেলার দেশি-বিদেশি চক্রান্তের অংশ। সুপরিকল্পিত এ হত্যাকাণ্ড বিশ্বের ইতিহাসে সবচেয়ে বর্বরতম ও ন্যক্কারজনক ঘটনা। এ বর্বরোচিত ঘটনায় যারা সরাসরি জড়িত ছিলেন শুধু তাদের বিচারের আওতায় আনলে হবে না। যারা এ ঘটনার মাস্টারমাইন্ড ছিলেন, পর্দার আড়াল থেকে যাবতীয় কলকাঠি নেড়েছিলেন, সেই কুশীলবদেরও বিচারের আওতায় আনতে হবে।

তিনি বলেন, মেজর জিয়া ও তার দোসররা নির্মম এ হত্যাকাণ্ড ঘটিয়েছিলেন। বাংলাদেশ থেকে চিরতরে রাজনৈতিক হত্যাকাণ্ড বন্ধ করার জন্য এসব কুশীলবের মরণোত্তর হলেও বিচার করতে হবে। যারা বিভিন্ন দেশে পলাতক রয়েছেন, তাদের দেশে ফিরিয়ে এনে তাদের সাজা কার্যকর করতে হবে।

তিনি গতকাল মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়াসচিব ড. মহিউদ্দীন আহমেদ। বিজ্ঞপ্তি