আপডেট : ১৭ আগস্ট, ২০২৩ ০৯:৫৪
শোক দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের নানা আয়োজন 
দৈনিক বাংলা ডেস্ক

শোক দিবস উপলক্ষে এনসিসি ব্যাংকের নানা আয়োজন 

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে গৃহীত মাসব্যাপী কর্মসূচির আওতায় এনসিসি ব্যাংকের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাংকের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এ ছাড়া ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফীনের নেতৃত্বে উপব্যবস্থাপনা পরিচালক মো. রাফাত উল্লা খান ও মো. মাহবুব আলম, এসইভিপি ও সিআইও মোহাম্মদ আনিসুর রহমান, এসইভিপি ও হেড অব অপারেশন্স সৈয়দ তোফায়েল আলী, এসইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান, এসইভিপি ও কোম্পানি সচিব মো. মনিরুল আলম, ইভিপি ও হেড অব মার্কেটিং অ্যান্ড ব্রাঞ্চেস ডিভিশন মোহাম্মদ রিদওয়ানুল হক এবং মানবসম্পদ বিভাগের ভিপি এ এইচ এম আবদুস সাদিক খান প্রধান কার্যালয়ের মুজিব কর্নারে জাতির পিতা ও ১৫ আগস্টে সব শহীদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ব্যাংকের চেয়ারম্যান মো. আবুল বাশার, পরিচালক ও সাবেক চেয়ারম্যান মো. আবদুল আউয়াল এবং পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান তানজীনা আলী (ভার্চুয়ালি) এবং ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম শামসুল আরেফীন, সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্য ও বিভাগীয় প্রধানরা অংশগ্রহণ করেন। এ ছাড়া বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তারা ভার্চুয়ালি দোয়া মাহফিলে সংযুক্ত হন। উত্তর বাড্ডা ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং এনসিসি ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য ড. মো. আনোয়ার হোসাইন মোল্লা মোনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি