আপডেট : ১৭ আগস্ট, ২০২৩ ১৭:২৩
মুশতাকের আগাম জামিন, সেই ছাত্রীকে নিরাপদ হেফাজতে নেয়ার নির্দেশ

মুশতাকের আগাম জামিন, সেই ছাত্রীকে নিরাপদ হেফাজতে নেয়ার নির্দেশ

মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির দাতা সদস্য খন্দকার মুশতাক আহমেদকে বিয়ে করা আইডিয়ালের ছাত্রীকে নিরাপদ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আর মুশতাককে আগাম জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি শেখ জাকির হোসেন ও বিচারপতি এ কে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে মুশতাকের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা, বাদীপক্ষে ছিলেন ড. ইউনুছ আলী আকন্দ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবুল হাশেম।

খন্দকার মুশতাককে ছয় সপ্তাহের জামিন, আর মেয়েটির বয়স পরীক্ষার জন্য সমাজসেবা অধিদপ্তরের অধীনে সেফ হোমে পাঠাতে নির্দেশ দিয়েছেন আদালত।