একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তুলনায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ হাজার ১৯৭টি ভোটকেন্দ্রের সংখ্যা বাড়তে পারে। গত সংসদ ভোটের চেয়ে এবার ভোটকেন্দ্র বৃদ্ধির হার ৫ দশমিক ৪৭ শতাংশ। গত সংসদ ভোটের তুলনায় দ্বাদশ ভোটে ভোটকক্ষের সংখ্যা বেড়ে দাঁড়াতে পারে ৫৪ হাজার ৩৪৯টি। কক্ষ বৃদ্ধির হার বেড়ে দাঁড়িয়েছে ২৬ দশমিক ২২ শতাংশ। ফলে মোট ভোট কক্ষের সংখ্যা দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৬৬৮টি গত একাদশ জাতীয় নির্বাচনে যা ছিল ২ লাখ ৭ হাজার ৩১৯টি।
বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশন সচিব জাহাংগীর আলম এসব কথা বলেন।
দেশে ভোটার সংখ্যা এখন ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন; যারা এ বছর শেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন। এ বছর নতুন ভোটার হয়েছেন ৮০ লাখ ৭৩ হাজার ৫৫৯ জন, ভোটার বেড়েছে ৫ দশমিক ১৮ শতাংশ। একাদশ সংসদ নির্বাচনে দেশে ভোটার ছিলেন ১০ কোটি ৪১ লাখ ভোটার ছিলেন।
সচিব বলেন, ‘একাদশের ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র থেকে বেড়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৩৮০টির মত হতে পারে। একাদশ সংসদ নির্বাচনের তুলনায় এবার ভোটকেন্দ্র বাড়ছে দুই হাজার ১৯৭টি। তবে ইসির চূড়ান্ত হিসেবে কিছু কম-বেশি হতে পারে।’
ইসির ১০টি অঞ্চলের মধ্যে এবার কুমিল্লা অঞ্চলে কেন্দ্র বাড়ছে বেশি। এ অঞ্চলে ১১ দশমিক ২০ শতাংশ বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলে একাদশের ৪ হাজার ২৯৪টি কেন্দ্র থেকে বেড়ে ৪ হাজার ৭৭৫টির মত কেন্দ্র। সব চেয়ে কম বাড়ছে সিলেট অঞ্চলে। সেখানে একাদশের দুই হাজার ৮০৫টি কেন্দ্র থেকে বেড়ে দুই হাজার ৮৬৫ হচ্ছে।
নির্বাচন কমিশন সচিব আরও জানান, প্রকাশিত খসড়া কেন্দ্রের ওপর দাবি-আপত্তির নেয়ার শেষ তারিখ ৩১ আগস্ট। এসব দাবি-আপত্তি নিষ্পত্তির শেষ তারিখ ১১ সেপ্টেম্বর এবং খসড়া ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত হবে ১৭ সেপ্টেম্বর।
১৯৮/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
©দৈনিক বাংলা